• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি রাজশাহীতে মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সামাদ মোল্লা গ্রেফতার বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর ও আগুন তাহেরপুরে রুহুল করিব রিজভীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট! রাজশাহীর বিলশিমলায় প্রতারণা করে জমি বিক্রয়ের অভিযোগ

পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ
পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় “জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা “শ্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়৷

 

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ গেট থেকে শুরু করে তাহেরপুর রাস্তার দুই পাশে দোকান, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে তারা এই লিফলেট বিতরণ করেন৷

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষণা পত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি, অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে।

 

এছাড়াও জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ্ত করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ্ত করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে সবশেষে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ্ত এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে।  লিফলিটে উল্লিখিত এসব বিষয় সাধারণ মানুষের মাঝে সুশৃঙ্খল ভাবে তুলে ধরেন এসব ছাত্ররা৷

 

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রতিনিধি ফাতিন মাহদী, মহানগর প্রতিনিধি আল আশরারুল ইমাম (তানিম), জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম সাজু, পুঠিয়া উপজেলা প্রতিনিধি মো. মোখলেসুর রহমান বিজয়, রিকো মন্ডল, সাফিন আক্তার, মেহেদি হাসান বাবু, সিহাব উদ্দিন,  ইমন, রায়হান, প্রিন্স, আবির প্রমুখ।

পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ

পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.