বিডি নিউজ২৩: দীর্ঘদিন যাবত মানুষকে সাইবার নিরাপত্তা দিয়ে যাচ্ছে Team MGST এর সিইও আশিক মাহমুদ। তিনি সাইবার বুলিং বন্ধে বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছেন।
আশিক মাহমুদ ২০১৭ সাল থেকে ৩০০ জন লোক নিয়ে একটি দল গঠন করেন,উক্ত দলের কাজ সোসাইল মিডিয়ায় সবাইকে সাইবার নিরাপত্তা দেওয়া।
তার জন্মথান ঢাকা জেলার ডেমরা তে এবং পৈএিক নিবাস নরসিংদী তে।সে বর্তমানে পড়ালেখার সাথে যুক্ত অনার্স প্রথম বর্ষের ছাএ।
মানুষকে হ্যারেজমেন্ট থেকে রক্ষা করা,নাস্তিক,দেশোদ্রহী দের বিরুদ্ধে লড়াই করা তাদর প্রধান কাজ।
৩০০ জন লোক নিয়ে শুরু করলেও তাদের কাজ দেখে অনুপ্রেরণা পেয়ে বিভিন্ন জেলা থেকে আরো অনেক সহযোদ্ধা তাদের দলে যোগাদান করে।
তাদের মূল উদ্দেশ্য সোসাইল মিডিয়াতে কেউ যদি হ্যারেজ এবং ব্লাকমেইল এর স্বীকার হয় তাদের প্রটেক্ট করা।
ছোটবেলা থেকেই আশিক মাহমুদ এর স্বপ্ন দেশের হয়ে কাজ করবে।