পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি-
রাজশাহীর পুঠিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্তী হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি। পুঠিয়া উপজেলা চত্বরে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে।
পুঠিয়া বিজ্ঞান মেলার ছবি
রবি ও সোমবার (১২,১৩ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১২ জানুয়ারি উদ্বোধন করে ১৩ তারিখ তা শেষ হয়। বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। সেখানে মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন নিয়ে স্টল তৈরি করে। মেলার স্টল গুলো হলো, বানেশ্বর সরকারি কলেজ, বিড়ালদহ কলেজ, লস্করপুর ডিগ্রী কলেজ, পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, বিড়ালদহ সৈয়দ করম আলী দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসা, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজ, ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়, বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়, ও পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এসব স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রথমে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর এবং পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী স্টল পরিদর্শন করেন। পরে দুপুরের দিকে পুঠিয়া-দুর্গাপুর আসলে দুইবার ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। স্টল পরিদর্শন কালে প্রফেসর নজরুল ইসলাম মন্ডল তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও ডিজিটাল যুগ, তাই পড়াশোনার পাশাপাশি সবাইকে অনেক বেশি বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমাদের সমাজে নতুন নতুন জিনিস উদ্ভাবন করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ রোকনুজ্জামান (রিকো), শাফিন আহমেদ, মোঃ তানভীর আহমেদ (আবির), ইয়াসির আরাফাত প্রিন্স,
মেহেদী হাসান বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পুঠিয়ায় উপজেলা প্রশাসন ও নজরুল ইসলাম মন্ডলের বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন