বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ারষ উপজেলায় একই দিনে, দুই ইউনিয়নে দুই শিশুর মৃত্যু হয়েছে। ইউনিয়ন দুটি হলো জিউপাড়া ও ভালুকগাছি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া এলাকার রনি সরদারের ছেলে রাকসাদ (৩) পুকুরে পড়ে ডুবে মারা যায়। এছাড়াও উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সাইদুল ইসলাম এর ছেলে মোঃ মুসা (৫) দুপুর ১২ টার দিকে মাছ ধরতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। একই দিনে এমন দুটি দুর্ঘটনায় এলাকা দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাকসাদ এটা চাচা সবুজ সরদার বলেন, বাড়ির পাশে পুকুরে আমরা সকালে হাঁস তাড়াচ্ছিলাম সে সময় বাচ্চাটিকে পুকুরের ধারে বাড়ির পাশে দেখেছিলাম হঠাৎ করে বাচ্চাটিকে আর দেখতে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে বাচ্চাটি পুকুরের পানিতে ভেসে উঠলে আমরা দ্রুত উদ্ধার করি। ততক্ষণে বাচ্চাটি মারা গিয়েছিল। এমন দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এসব বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, একই উপজেলা দুই ইউনিয়নে দুটি বাচ্চা পানিতে ডুবে মারা যাওয়ার আমরা খবর জানি। বিষয়টি খুবই দুঃখজনক। পরিবার দুটি লিখিত আবেদন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বাচ্চা দুটিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের।

পুঠিয়ায় পানিতে পড়ে একই দিনে দুই শিশুর মৃত্যু