বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় কোনভাবেই যেন থামছে না সড়ক দুর্ঘটনা। ওই এলাকায় দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। এবার মোটরসাইকেল ও শ্যালো মেশিন চালিত (ভুটভুটি) গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেলো নাহিদ হোসেন (২০) নামের এক যুবকের।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নাহিদ হোসেন উপজেলার গোবিন্দ নগর গ্রামের, রাজমিস্ত্রী সেলিম হোসেনের ছেলে। নিহত নাহিদ হোসেন পটিয়া একটি ইটভাটায় কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে পুঠিয়া তাহেরপুর সড়কের নিমতলা বাজারের পাশে ওই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় নাহিদ প্রচন্ডভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হলে মাথার খুলি ভেঙ্গে যায়। দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটা দুর্ঘটনার সংবাদ পেয়েছি সেখানে আমাদের ফোর্স পাঠিয়েছে। বিষয়টির তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবারো রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১