বিডি নিউজ২৩ রাজশাহী- “এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাজশাহী পুঠিয়া উপজেলায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮জানুয়ারী) রাত ১১ টার সময় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী গত ২৬-০১-২৫ ইং তারিখে উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজন করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের অংশগ্রহণ করেছিল বিভিন্ন জেলার ১৬ টি টিম । উক্ত খেলাটি পরিচালনা করেন জয়ন্ত বাবু, শ্যামল রায়, শাফিন রহমান, সোহেল রানা, রিকো মন্ডল,হস্নেহাশীষ কর্মকার,আমানুল্লাহ আমানসহ আরো অনেকে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন গুড মর্নিং ডায়গনস্টিক সেন্টার পুঠিয়া বনাম দিনাজপুর।
গুড মর্নিং ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষে খেলান,ইয়ামিন ও ফিরোজ অপরদিকে দিনাজপুরের হয়ে খেলায় অংশ গ্রহণ করেন, আরাফাত ও রুদ্র।
উক্ত খেলাতে চ্যাম্পিয়ন হয় গুড মর্নিং ডায়াগনস্টিক সেন্টার পুঠিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার দলের হাতে প্রাইসমানি তুলে দেন। বিজয়ী দলকে ত্রিশ হাজার টাকা এবং রানার দলকে বিশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর খেলা শেষে সবার উদ্দেশ্যে বলেন, আমরা সবাই যদি খেলাধুলার প্রতি মনোনিবেশ হয় তাহলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তার পাশাপাশি খেলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। এবং এ ধরনের টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে বলে তিনি জানান।
রাজশাহীর পুঠিয়ায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত