• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি রাজশাহীতে মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সামাদ মোল্লা গ্রেফতার বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর ও আগুন তাহেরপুরে রুহুল করিব রিজভীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট! রাজশাহীর বিলশিমলায় প্রতারণা করে জমি বিক্রয়ের অভিযোগ

পুঠিয়ার আল মামুন খান আবারো নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে চায়

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিডি নিউজ২৩, রাজশাহী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছেন রাজশাহী পুঠিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র আল মামুন খান।

 

তিনি পুঠিয়া পৌর এলাকার গন্ডগোহালি গ্রামের মৃত. আলী হোসেন খান এর ছেলে। গত ২০০৫ সালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের গণমানুষের নেতা জেলা বিএনপির সভাপতি ও ২ বারের সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার হাত ধরে বিএনপিতে যোগ দেন তিনি। গত ২০১২ সালে পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৫ সালে রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৭ সালে পুঠিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আল মামুন খান।

 

এরপর গত ২৮ ডিসেম্বর ২০২০ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীককে পরাজিত করে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে পুঠিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হোন তিনি। বর্তমানে তিনি পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন খানের ১৯ বছর বিএনপি’র পথ চলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাশকতা, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামি হউন তিনি। জেলও খেটেছেন একাধিকবার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন পালিয়ে থেকেছেন মাসের  পর মাস। এছাড়াও আওয়ামীলীগের দীর্ঘ শাসন আমলে  বিএনপির সকল কর্মসূচি পালনে তিনি ছিলেন অগ্রগামী।

 

আল মামুন খান বলেন, বিএনপি গণমানুষের দল। স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের অসীম সাহসী মহাবীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই দলের প্রতিষ্ঠাতা। সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মান করাই বিএনপির মূল লক্ষ্য। এই কাজ করে যাচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্বৃত্ত, চাঁদাবাজ কিংবা ফ্যাসিস্টের কোনো দোসরের জায়গা বিএনপিতে হবে না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িয়ে পড়লে কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

 

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন— বিএনপি চেয়ারপারসন গনতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

 

ফ্যাসিস্ট হাসিনার কুশাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। এইসব গুম- খুনের সঙ্গে যারা জড়িত তাদের অতিদ্রুত গ্রেফতার করে বিচার করার দাবি জানান তিনি। আবারও জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি।

পুঠিয়ার আল মামুন খান আবারো নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে চায়

পুঠিয়ার আল মামুন খান আবারো নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে চায়

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.