মিজানুর রহমান, বাগমারা, রাজশাহী- রাজশাহীর বাগমারা’য় তাহেরপুরে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) মানবতার সেবায় শীত বস্তু বিতরণ করা হয়েছে।
আজ ২৬ জানুয়ারি বিকাল ৩ ঘটিকা’য় তাহেরপুর হাইস্কুলে মাঠে শতাধিক মানুষ মাঝে শীত বস্তু হিসাবে কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর (বিসিপিএ) সভাপতি মোঃ নজরুল ইসলাম, তাহেরপুর পেস্টিসাইড অফিসার এসোসিশানের সভাপতি আনিসুর রহমান, এসোসিয়েশনের উপদেষ্টা রহিদুল , জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, ফিরোজ মাহমুদ, সদস্য আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, বাবুল ইসলামসহ আরও অনেকে ব্যাক্তি প্রমুখ।
তাহেরপুরে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) শীত বস্তু বিতরণ