• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ার ধোপাপাড়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
পুঠিয়ার ধোপাপাড়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত
পুঠিয়ার ধোপাপাড়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিডি নিউজ২৩, রাজশাহী- বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে, রাজশাহী জেলার, পুঠিয়া উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৩ টার সময় ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আলমগীর হোসেন ও আল-আমিন, সদস্য সচিব কৃষক দল, উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়নের সঞ্চালনায়, ৬নং জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক, শ্রী শ্যামল সরকার সমাবেশে সভাপতিত্ব করেন।

 

এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আরও ধৈর্য ধারণ করতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি সরকার গরীব অসহায় মানুষের সরকার। দেশের সবখানে আওয়ামী লীগের দোসরা ওঁত পেতে বসে আছে। তাই সবাইকে সাবধান থাকতে হবে।

 

এসময় উক্ত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন, কাদের মোল্লা, আহ্বায়ক ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপি। তরিকুল ইসলাম, সদস্য সচিব ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপি। রিপন আলী, আহবায়ক পুঠিয়া উপজেলা কৃষকদল। মাহাবুর রহমান, সদস্য সচিব পুঠিয়া উপজেলা কৃষকদল। ওছির উদ্দিন, সভাপতি পুঠিয়া পৌর বিএনপি। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলার প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নানান শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

পুঠিয়ার ধোপাপাড়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পুঠিয়ার ধোপাপাড়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.