মোহাম্মদ জাকির হোসেন বাবলু, দুর্গাপুর:
আবারও রাজশাহীর দুর্গাপুর মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে পত্র দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে জারিকৃত একটি পত্র এ প্রতিবেদকে কাছে কাছে এসেছে।
পত্রে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের (ভিসি) অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত পত্রে জানানো হয়, গত অক্টোবর জারিকৃত পত্রটি বাতিল করা হলো। একই সাথে ১১ সেপ্টেম্বর জারিকৃত পত্রের সূত্র উল্লেখ করে বিএনপি নেতা হাসান ফারুক ইমাম সুমনকে সভাপতি এবং সাদেকুল ইসলাম (সানা)কে বিদ্যোৎসাহী সদস্য করা সংক্রান্ত এডহক কমিটি বহাল রাখা হয়। আরও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি মোঃ মাইনুল হক-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে হাসান ফারুক ইমাম এবং বিদ্যোৎসাহী সদস্য জনাব আদনান হোসেন-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ সাদেকুল ইসলাম (সানা)-কে মনোনীত করা হয়েছে।
এডহক কমিটির নতুন সভাপতি হাসান ফারুক ইমাম সুমন কলেজের সার্বিক উন্নয়নে কলেজ গভর্ণিং বডির সদস্য ও কলেজের শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং দুর্গাপুর মহিলা কলেজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।