• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর পুঠিয়া উপজেলা ওলামা লীগ সভাপতি গ্রেফতার রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি দুর্গাপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, বিভিন্ন সংগঠনের নিন্দা লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, মূল হোতা গ্রেফতার বিএনপি নেতা ইয়াদের মৃত্যুতে কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিকের শোক প্রকাশ রাজশাহীর বাগমারায় পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি- সভাপতি মামুন, সম্পাদক মাখন রাজশাহীর পুঠিয়ায় ফ্রিজের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু যদি আমি মারা যাই, আমি একটি সরব মৃত্যু চাই- সাংবাদিক ফাতেমা রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদে বাবা খুন, আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ৪৮ ঘন্টার আল্টিমেটাম

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় রাজশাহীতেও সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আয়োজিত

বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গণমাধ্যম কর্মীরা উক্ত মানববন্ধনে অংশ নেন।

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, দূর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টাস ইউনিটি’র নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান ছিলো।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনটির সভাপতিত্ব করেন ক্লাবটি’র সভাপতি শামসুল ইসলাম।

 

মানববন্ধন থেকে রাজশাহী’র বাঘা ও -দূর্গাপুর উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের উপর হামলা ও দূর্গাপুরে সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদসহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাঁদের প্রত্যাহার চাওয়া হয়।

 

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার মাখন, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র ঢাকা থেকে আগত নুর আলম সিদ্দিকি মানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, বাঘা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দূর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজামাল, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সদস্য শেখ রহমতুল্লাহ, আসগর আলী সাগর প্রমুখ।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো শফিকুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী শাখা সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরবিএস পাভেল, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এফডিআর ফায়সাল, নির্বাহী সদস্য আল আমিন পাপন, শফিকুল ইসলাম ইমন, আক্তার হোসেন হিরা।

 

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, কারো তাবেদারীও করে না। তাঁরা সাধারণ জনগণের কথা বলে। সমাজের অসঙ্গতি জাতির সামনে তুলে ধরে। অসঙ্গতি তুলে ধরতে গিয়ে দূর্নীতিবাজ, মাদক কারবারিসহ অন্যায়কারীদের শত্রু হয়ে যায়। রাজনৈতিক ফায়দা হাসিলেও সাংবাদিকদের টার্গেট করা হয়। এমন ঘটনায় পুলিশ সেই সকল অপরাধীদের ইন্দনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ, ফাঁসানোসহ হয়রানি করেন। এমনকি সাংবাদিকদের সাথে প্রতিহিংসামূলক আচারণও করেন। যার ফল স্বরূপ দূর্গাপুরে শাহবুদ্দিন নামে একজন সাংবাদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মিথ্যা নাশতার মামলায় ফাঁসানো হয়। এমন মিথ্যা মামলা ও বাঘায় সাংবাদিকের উপর হামলার আসামী গ্রেফতার না করায় জেলা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার তীব্র সমালোচনা করা হয় মানববন্ধনে। দ্রুত সেসব কর্মকর্তার অপসারণ চাওয়া হয় মানববন্ধনে। বক্তারা মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আনন্দোলনের ঘোষণা দিবেন রাজশাহীর সাংবাদিকরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ৪৮ ঘন্টার আল্টিমেটাম

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ৪৮ ঘন্টার আল্টিমেটাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.