বিডি নিউজ২৩, বাগমারা: রাজশাহীর বাগমারা’র তাহেরপুর পৌরসভার বারনই নদীর বেড়িবাঁধ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
দীর্ঘ দিন থেকে অপরিষ্কার অবস্থা বেড়িবাঁধে লতাপাতা সহ বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ ও পলিথিন ব্যাগ পড়ে বেড়িবাঁধের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছিল।
তার ধারাবাহিকতায়’য় আজ ২ অক্টোবর সকাল ১১.৩০ মিনিটে তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম শামসুর রহমান মিন্টুর নিদের্শনা’য় তাহেরপুর পৌরসভার বারনই নদীর বেড়িবাঁধ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
বেড়িবাঁধ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তাহেরপুর পৌরসভার যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।