বিডি নিউজ২৩, ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার পদে থাকা তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানা যায়।
এর মধ্যে ডিএমপির অপারেসনস শাখার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণ শাখায়। অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণ শাখার যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে আনা হয়েছে গোয়েন্দা উত্তরে। আর গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে আনা হয়েছে অপারেসনস শাখায়।
এর আগে, ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলির আদেশ হয়। এরমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায়। আর ডিবির দায়িত্বে এসেছেন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান। অন্যদিকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখায় আনা হয়েছে ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতার পর পুলিশেও বড় ধরনের রদবদল দেখা যায়। গত ২৮ জুলাই সংস্থাটির ৪ অতিরিক্ত আইজিপি, ৫ অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হন। সরকারি হিসেবে সহিংসতায় নিহতের সংখ্যা ১৫০ আর আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দেশজুড়ে সহিংসতায় নিহতের সংখ্যা ২৬৬। সরকারের দাবি, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি ও জামায়াত–শিবিরের নেতাকর্মীরা ছদ্মবেশে প্রবেশ করে সহিংসতা উসকে দেয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতুভবন, মহাখালির দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। শুরুতে কারফিউ শিথিলের সময় ২ ঘণ্টা করা হলেও ধীরে ধীরে তা বৃদ্ধি করা হয়। এ সময় মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের।