বিডি নিউজ২৩, ডেস্ক: বরিশালে পুলিশের লাঠিচার্জে এক সাংবাদিক আহত। বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ শিক্ষার্থীদের কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চার সংবাদকর্মী আহত হয়েছেন। আহতরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোড কাঠপট্টি মুখে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। এসময় পুলিশ এসে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায় পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের। এসময় সাংবাদিকরাও আহত হন।
লাঠিচার্জে আহত সাংবাদিকরা হলেন- দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ, যমুনা টেলিভিশনের ফটো সাংবাদিক হৃদয় চন্দ্র শীল, এনটিভি টেলিভিশনের ফটো সাংবাদিক গোবিন্দ সাহা, অনলাইন পোর্টাল বার্তা টোয়েন্টিফোর এর তুহিন খান।
লাঠিপেটার শিকার সাংবাদিকরা জানান, বিনা উসকানিতে উপ-কমিশনার এসএম তানভীর আরাফাতের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের বাদ দিয়ে সাংবাদিকদের পিটিয়েছে। এমনকি পরে গিয়ে আহত হওয়া সাংবাদিক শামীম আহমেদও বাদ যায়নি লাঠিপেটা থেকে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদও জানালে, পুলিশ ঘটনা অস্বীকার করেন। পরে বিষয়টি পুলিশ কমিশনারকে তাৎক্ষণিক জানানো হয়। তিনি নিজে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানালে সাংবাদিকরা আহতদের নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য চলে যায়। সাংবাদিকদের ওপর লাঠিচার্জের ঘটনায় উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাত দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশ ভুল করে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেছে।