বিডি নিউজ২৩, রাজশাহী; রাজশাহীর পুঠিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনুর্ধ্ব ১৭) ২০২৪ সালের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার সময় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (পিএন) মাঠে ওই উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দ্বারা, সংসদ সদস্য পুঠিয়া-দুর্গাপুর, প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও উক্ত ফুটবল টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড: মোঃ আব্দুস সামাদ মোল্লা, চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। এ সময় আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মীরা।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ মোল্লা তিনি বলেন, আমি প্রতিটি বাবা মাকে বলবো সন্তানদেরকে যেন দেখে রাখে পাশাপাশি খেলাধুলার প্রতি যেন উৎসাহী করে তোলে। এবং তোমরা যারা খেলোয়াররা আছো তারা কেউ প্রতিহিংসা পরায়ণ হয়ে খেলাধুলা করবে না। আমরা চাই আমাদের এই পুঠিয়া অঞ্চল থেকে শুধু ক্লাবে নয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সংযুক্ত হয়ে দেশ-বিদেশে খেলাধুলা করবে এই কামনাই করি।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন পুঠিয়া উপজেলা প্রশাসন।
রাজশাহীর পুঠিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন