পঞ্চগড়, আবদুল মালেক; পঞ্চগড় জেলা দেবিগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকার পীর সাহেব সমির উদ্দিন মাইজভান্ডারী ওরস জাত সন্তান বর্তমান গতি নিশি পীর সাহেব মোঃ মহির উদ্দিন মাইজভান্ডারী গত রাত ১৮/১/২০২৪। রোজ বুধবার দিবাগত রাত্রি ১২ /১২ মিনিটের সময়, বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০, বছর তার ভক্ত বৃন্দু ও শুভাকাঙ্ক্ষী তার নামাজের জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল, তার নামাজের জানাজা আজ বাদ আসর তিস্তারহাট মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে, ও তাদের নিজের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হইবে।
পীর সাহেব মাইজভান্ডারী মহির উদ্দিন মারা গেছেন