তীব্র তাপদাহে কাল থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ সব প্রাইমারি স্কুল
বিডি নিউজ২৩: সারাদেশ তীব্র তাপদাহের কারনে সোমবার থেকে ৪ দিনের জন্য সব প্রাইমারি স্কুলের শ্রেনি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তুহিন বলেন, ‘দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন সোমবার থেকে ০৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।’
গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে দেশের অধিকাংশ অঞ্চল। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। সড়কে বা ঘরে, কোথাও স্বস্তি নেই। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরম অনুভুত হচ্ছে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৩১টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। ফলে, অসহনীয় গরমে অতিষ্ঠ দেশের মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন তাপমাত্রা অব্যাহত থাকবে আরো সপ্তাহখানেক। নেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।