রাজশাহীর পুঠিয়ায় মসজিদের বারান্দায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় মসজিদের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ মে) সকাল ৮টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
বুলবুল আহমেদ ওই একই গ্রামের সাহেব আলীর ছেলে বলে জানা যায়। প্রতিবেশীরা জানান পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে না।
নিহতের পিতা সাহেব আলী জানান, শনিবার সকাল ৮টার দিকে তার ছেলে মসজিদের বারান্দায় গলায় রশি ঝুলিয়ে মৃত অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা খবর দেয়। দ্রুত পরিবারের লোকজন সেখানে গিয়ে বুলবুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় পুঠিয়া থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বুলবুল আত্মহত্যা করেছে। তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বলা হয়েছে।
