মোহাম্মাদ ইমাম হোসাইন, চিফ এডিটরঃ বিডি নিউজ২৩/BD News23: চাকরির বাজারে চড়ম সংকট চলছে। তাই আমার যা মনে হয়, আপনারও কি তাই মনে হয়? এছাড়াও অাপনার কি কি মনে হচ্ছে জানান অাপনিও।
যেহতু চাকরির অভাব সংকট তাই এটা করলে কেমন হয়? ১০ জন মেয়েকে চাকরি না দিয়ে, ১০ জন পুরুষকে চাকরি দিন, এতে ১০ জন বেকার পুরুষের সংখ্যা কমবে। ১০ জন নারী কর্মজীবী স্বামী পাবে, ১০ টি পরিবারে স্বচ্ছলতা আসবে। ১০ জন পুরুষ নিজের পায়ে দাড়াবে, ১০ জন নারী তার স্বামীর কথা মেনে চলবে, এতে পারিবারিক শান্তিও আসবে।
আর ১০ জন মেয়েকে চাকরি দিলে, ১০ জন বেকার পুরুষ বাড়বে। তাছাড়া ১০ টি শিশু যথাযথ মায়ের আদর থেকেও বঞ্চিত হবে। কারন মায়ের অফিস সময়ে মায়ের ভালোবাসা, অাদর, যত্ন থেকে বঞ্চিত হবে।
(বিঃদ্র:) আমরা মেয়েদের চাকরির বিরোধিতা করছি না। আমরা চাই তারাও সাবলম্বি হোক।