কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়

ফায়সাল মাহমুদ স্টাফ রিপোর্টারঃ আজ ১লা মে রবিবার, রাজশাহী দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের সকল ছাত্ররা একযোগে ইফতার করেছেন। সারোয়ার, রাসেল ও ফায়সালের উদ্যোগে অনেক প্লান পরিকল্পনার মাধ্যমে আজ ইফতার এর আয়োজন সফল হয়েছে।

সেখানে উপস্থিত ছিলেন, সিহাব, সিজান, রাসেল, সারোয়ার, ফায়সাল, সাজেদুর রহমান সাজু, মিজানুর রহমান অন্তর, আল-আমীন, মাহিম, মাহিন, সানোয়ার, রনি, কোরবান, আতিকুর, আরিফ, আজিজুল, আমিনুল, হাফিজুল, রায়হান।

মাহিম বলেন, আমরা ২০১৯ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হবার পর সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হই। সেক্ষেত্রে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়ই না বললেই চলে। সবাইকে একত্রিত করে আমাদের স্মৃতি জড়িত স্কুল ক্যাম্পাসের ভেতর এমন একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানায় তাদেরকে। এভাবেই আজীবন বেচে থাকুক বন্ধুত্বের বন্ধন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *