মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বাগমারা ১৫ নং যোগীপাড়া ইউনিয়নে ইফতার করতে গিয়ে বাসায় ফিরে নাই মোঃ ইসমাইল হোসেন।
২৮/০৪/২০২২ ইং রোজ বৃহস্পতিবার ইফতারের আগ মুহুর্তে ইসমাইল হোসেন রাজশাহী বাগমারা উপজেলা ১৫ নং যোগীপাড়া, ইউনিয়ন, বারুইহাটা,গ্রামের বাসিন্দা তিনি ইফতারের উদ্দেশ্য বাসা থেকে মসজিদে যান তবে ইফতার শেষে বাসায় ফিরে নাই এখনো।
তার আত্মীয় স্বজনদের ও আশেপাশে সব জায়গায় খুঁজে সন্ধান মিলে না তার সন্ধান চেয়ে রাতে স্ত্রী মোছাঃ হালেমা বেগম বাগমারা থানায় একটি সাধারণ ডায়রী (১৩৮০) দায়ের করেন।
নিখোঁজ ব্যাক্তির বয়স ৪৭ বছর গায়ের রং শামলা, উচ্চতা ৫ ফিট ৬ ইন্বি, পড়নে প্রিন্টের হাফ শাট ও ফাকাশে চেকের লুঙ্গি পরিহিত ছিলো। সে রাজশাহী আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে।
এই বিষয় বাগমারা থানা ভারপ্রাপ্ত ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি থানায় সাধারণ ডায়রী হয়েছে, সন্ধান চলছে।
নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেলে বাগমারা থানা ও নিখোঁজ ব্যাক্তির স্ত্রী মোছাঃ হালেমা বেগম মোবাইল নাম্বার ০১৭৮২-৭১৩৩২৭ যোগাযোগ করার জন্য বলা হলো।
বাগমারায় মসজিদে ইফতার করতে গিয়ে নিখোঁজ ইসমাইল, থানায় সাধারণ ডায়রী
মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বাগমারা ১৫ নং যোগীপাড়া ইউনিয়নে ইফতার করতে গিয়ে বাসায় ফিরে নাই মোঃ ইসমাইল হোসেন।
২৮/০৪/২০২২ ইং রোজ বৃহস্পতিবার ইফতারের আগ মুহুর্তে ইসমাইল হোসেন রাজশাহী বাগমারা উপজেলা ১৫ নং যোগীপাড়া, ইউনিয়ন, বারুইহাটা,গ্রামের বাসিন্দা তিনি ইফতারের উদ্দেশ্য বাসা থেকে মসজিদে যান তবে ইফতার শেষে বাসায় ফিরে নাই এখনো।
তার আত্মীয় স্বজনদের ও আশেপাশে সব জায়গায় খুঁজে সন্ধান মিলে না তার সন্ধান চেয়ে রাতে স্ত্রী মোছাঃ হালেমা বেগম বাগমারা থানায় একটি সাধারণ ডায়রী (১৩৮০) দায়ের করেন।
নিখোঁজ ব্যাক্তির বয়স ৪৭ বছর গায়ের রং শামলা, উচ্চতা ৫ ফিট ৬ ইন্বি, পড়নে প্রিন্টের হাফ শাট ও ফাকাশে চেকের লুঙ্গি পরিহিত ছিলো। সে রাজশাহী আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে।
এই বিষয় বাগমারা থানা ভারপ্রাপ্ত ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি থানায় সাধারণ ডায়রী হয়েছে, সন্ধান চলছে।
নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেলে বাগমারা থানা ও নিখোঁজ ব্যাক্তির স্ত্রী মোছাঃ হালেমা বেগম মোবাইল নাম্বার ০১৭৮২-৭১৩৩২৭ যোগাযোগ করার জন্য বলা হলো।