মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: বিডি নিউজ২৩/BD News23: মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে পরিবারের শাসনের পর ৯/০৪/২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় নিজ বাসা হতে বাজারে যাবে সাজ্জাদ হোসেন সাজু।
রাজশাহী মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড চকবিরহী গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে সাজু। ক্লাস অষ্টম শ্রেণিতে মাদ্রাসা পড়ুয়া ছাত্র।
সাজুর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইন্বি, মুখমন্ডল আকৃতি, লম্বাটে, চুল, কালো ছোট, নিখোঁজের সময় পড়নে ছিলো গোলাকার সবুজ রংগের গেন্জি এবং সাদা চেক লুঙ্গি ।
পরিবারের পক্ষ হতে সাজুর ভাই রাকিব জানান, কয়েকদিন থেকে মোবাইল কেনাকে কেন্দ্র করে বাবার শাসন করে তার ফলে গত ৯ তারিখ শনিবার বিকাল ৪.৩০ মিনিট বাসা হতে বের হয়ে কেশরহাট বাজার যাওয়া কথা বলে এখনো বাসায় ফিরে নাই। আত্মীয়জনদর বাসা খুঁজ খবর নিয়ে কোথায় পাওয়া যাচ্ছে না।
এমন অবস্থায় সাজু পিতা ও ভাই মোহনপুর থানায় একটি সাধারণ ডায়রী (৭৩৪) করেন।
উল্লেখকৃত হারানো ছেলেকে ছেলের সন্ধান পেলে পরিবারে জানতে যোগাযোগ রাকিব। ০১৭৫০১৭০০০৮