মোঃ মিজানুর রহমান, বাগমারা: পবিত্র রমজান মুসলিম উম্মাতের পাপ মুছনের মাস। মাহে রমজান এক মাস সিয়াম পালনের মাধ্যম দিয়ে পবিত্র ঈদুল ফিতর নামাযের মাধ্যমে মুসলিম উম্মাদের পবিত্র রমজান শেষ হয়।
পবিত্র রমজান কে কেন্দ্র করে সারাদেশে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রুব্য মুল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু রোজা মাস পাপ মুছনের মাস বরকত ময় মাস এই মাসে কেউ বেশি দামে বিক্রিয়ের চিন্তা চেতনা নিয়ে ব্যাস্ত তখনি খুব কম সংখ্যা মানুষ মাহে রমজান ঘিরে অধেক দামে পন্য বিক্রিয় করছেন।
তার মধ্যে অন্যতম তাহেরপুর পৌরসভা তাহেরপুর হরিতলা মোড়ে অবস্থিত রাঁধুনি চাইনিজ রেস্টুরেন্ট। তৈরিকৃত খাবারের মুল্য সব গুলোই পাচ্ছেন ৫০% ডিসকাউন্টে।
খাবার তালিকা নিয়ে প্রতিদিন থাকে বিভিন্ন অফার, অদ্ভুত নামে, হরিলুট, কাড়াকাড়ি, মারামারি, হৈচৈ, লুটপাট, লাফালাফি, ওরেবাবা, অফার খাবারের তালিকা রয়েছে কয়েক প্রকারে খাবার যা স্বাস্থ্যসম্মত শতভাগ ভেজাল মুক্ত টাটকা খাবার প্রতিদিনের রান্না প্রতিদিনের উল্লেখযোগ্য মেনু গুলো তৈরি করে থাকে, রোজার দ্বিতীয় দিন থেকে চলছে অফারে রাঁধুনি চাইনিজ রেস্টুরেন্ট,
উল্লেখযোগ্য অফার গুলোর মধ্যে: লাচ্ছিতে “লুটপাট” অফারে ৫০০ গ্রাম লাচ্ছি মাত্র ৳৫০ টাকা।।আগের মুল্য ১০০ টাকা।
এছাড়াও “ওরে বাবা” অফারে রোস্ট সহ চিনিগুড়া চাউলের পোলাও মাত্র ৬০ টাকা ফুলপ্লেট।
মারামারি অফার, মাটন বিরিয়ানি মাত্র ১০০ টাকা। বিরিয়ানি, খাসির মাংস,ডিম হাফ, আলু, সালাদ, ফুল প্যাকেজ, মাত্র ১০০ টাকা।
লাফালাফি,অফার, চিকেন বিরিয়ানি মাত্র ৭০ টাকা। বিরিয়ানি,রোস্ট, ডিম হাফ,সালাদ ফুল প্যাকেজ মাত্র ৭০ টাকা।
আর সাথে লুটপাট অফারে, থাকছে লাচ্ছি মাত্র ৫০ টাকা ৫০০ গ্রাম।
কাড়াকাড়ি, অফার ৫০% ছাড়ে। ক্রিসপি ফ্রাইড চিকেন মাত্র ৫০ টাকায়।।পূর্বের মূল্য ১০০ টাকা।
হরিলুট, অফারে ভুনা খিচুড়ি, রোস্ট সালাদ মাত্র ৬০ টাকায়। যার আগের মুল্য ১২০ টাকা।
হৈচৈ, অফারে লাচ্ছি ৫০ টাকায় ৫০০ গ্রাম। যার আগের মুল্য ১০০ টাকা।
শুধু রমজান উপলক্ষে মেহনতী রোজাদারদের জন্য আমাদের সেবামূলক এই আয়োজনের আয়োজন করেছেন রোজার মাস জুড়ে চলমান থাকবে অফারটি, এমনটি জানিয়েছেন রাঁধুনি চাইনিজ রেস্টুরেন্ট কর্নধার ও ব্যবস্থাপক এস এম আরিফুল ইসলাম আরিফ।