বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ জাল দলিল বানিয়ে কোটি টাকার জমি প্রতারণার মাধ্যমে দখল চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। বুধবার (৩ আগষ্ট) চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট- রাজশাহী আদালতে পরোয়ানাভুক্ত আসামীগন জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন। আটককৃতরা হলেন, চারঘাট বাটিয়াকান্দি এলাকার সাদেক মন্ডলের ছেলে সাহাদুল মন্ডল, একই গ্রামের সাহাদুলের ভ্যাগনা রিপন আলি, বাঘা দিয়ার কাদিরপুর গ্রামের মৃতঃ আকছেদ আলির ছেলে বাঘা সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লেখক উম্মত আলি, আড়ানির ঝিনা এলাকার রাহাত উদ্দিনের ছেলে আয়েজ উদ্দিন ও আড়ানি হামিদকুড়া এলাকার…
Read More