বিডি নিউজ২৩/BD News23: পেশায় তিনি একজন দিনমজুর, ইটভাটায় কাজ করে সংসার চলে। এছাড়াও তার একটা বিশাল বড় পরিচয় আছে, তিনি একটি পত্রিকার মালিক, সম্পাদক, প্রকাশক, লেখক এবং হকার। পটুয়াখালীর, কলাপাড়া উপজেলায় প্রকাশিত হয় ‘আন্ধারমানিক’ নামের একটি পত্রিকা। আর সেই পত্রিকার একাধারে সম্পাদক ও প্রকাশক পাশাপাশি হকারও। শুধু তাই নয় “আন্ধারমানিক” নামের ওই পত্রিকায় মালিক হাসান পারভেজ তিনি যে ইটভাটায় কাজ করেন সেই ইটভাটা সহ বিভিন্ন জায়গায় রয়েছে তার প্রতিবেদকও। আন্ধারমানিক নামের ওই পত্রিকাটি হাসান পারভেজ তিনি নিজেই সম্পূর্ণ হাতে লিখে প্রকাশ করেন। যা অনেক কষ্টসাধ্য এর বিষয়ে তবুও তিনি…
Read More