বিডি নিউজ২৩: জ্বালানির ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষণ হলো একটি দেশে অন্তত ৩০ দিনের জ্বালানির মজুত থাকতে হয়। তবে দেশে কয়লা মজুদ রয়েছে ২২ দিনের। আর প্রতিদিনের চাহিদা থেকে গ্যাসের সরবরাহ কম, ২০০ মিলিয়ন ঘটফুট। তবে, সরকার সংশ্লিষ্টরা বলে আসছেন, আপাতত আশঙ্কার কোনো কারণ নেই। এই তেলের পাম্পে প্রতিদিন অকটেনের চাহিদা ২৭ হাজার লিটার। ডিজেলের চাহিদা ছিলো সাড়ে ৮ থেকে ৯ হাজার লিটার। লোডশেডিং বাড়ায় ডিজেলের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে অকটেনের চাহিদা আগের মতোই। সরকার জ্বালাতিতে লাগাম টেনে খরচ বাঁচাচ্ছে। তেলের মজুত নেমেছে ৩৬ দিনের। দেশের মজুতের সক্ষমতা আছে…
Read More