বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় এক ভ্যানচালকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত বুধবার (৭ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার পীরগাছা (গুচ্ছগ্রাম) এলাকায় ওই ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে, জুয়েল রানা (৩৫)। ঘটনার পর জৈন ক ভ্যানচালক এর স্ত্রী গৃহবধূ পুঠিয়া থানায় হাজির হয়ে বুধবার ৮ অক্টোবর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পাশাপাশি তিনি একজন হিন্দু সম্প্রদায়ের গৃহবধূ।
মামলার সূত্র অনুযায়ী জানা যায়, ঘটনার দিন রাতে ভ্যান চালিয়ে বাসায় এসে স্বামী তার স্ত্রীকে দেখেন খাটের উপর ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। এ সময় অভিযুক্ত আসামি জুয়েল রানা, ওই নারীর স্বামী আসার বিষয়টি টের পেয়ে সেখান থেকে উলঙ্গ অবস্থায় দৌড়িয়ে পালিয়ে যায়। ওই ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূর স্বামী তার প্রতিবেশীদেরকে বিষয়টি জানালে মীমাংস করে দেওয়ার জন্য বলা হয়। পরে বাদী পক্ষ রাজি না থাকায় পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এসব বিষয়ে পঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা ধর্ষণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুঠিয়ায় ভ্যানচালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা