বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সাথে ‘উন্নয়ন ভাবনায় পুঠিয়া’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পুঠিয়া একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জনপদ উল্লেখ করে ইউএনও বলেন, পুঠিয়া বাসীর জন্য কাজ করতে এসেছি। এই পুঠিয়ার রয়েছে অতীত ঐতিহ্য। আপনাদের কাছে সহায়তা কামনা করি। পুঠিয়াকে নতুনভাবে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। চেষ্টা করে যাব পুঠিয়া বাসীদেরকে ভালো কিছু দেওয়ার জন্য।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা, ও ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। রোকুনুজ্জামান আলম, সভাপতি শ্রমিক দল রাজশাহী জেলা শাখা। গোলাম মোস্তফা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। জুলফিকার ভুট্টু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। আল মামুন খান, বিএনপি নেতা ও সাবেক পুঠিয়া পৌর মেয়র। জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও সেক্রেটারি। উপজেলা সহকারী (ভূমি) কমিশনার, শিবু দাস। তিন থানার ওসি ও পুঠিয়া উপজেলার সকল দপ্তরের, দপ্তর প্রধান গন সহ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার সাংবাদিকগণ সহ আরো অনেকে।
নবনিযুক্ত ইউএনও’র ‘উন্নয়ন ভাবনায় পুঠিয়া’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত