• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাগমারায় আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন বাগমারায় বিলে মাছ চাষে বাধা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন বীরকুৎসা রাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্চিতের ঘটনায় শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন বাগমারায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগমারা ইসলামীয়া চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন পুঠিয়া পৌরসভার মশক নিধন কর্মসূচি শুরু বাগমারায় বাংলাদেশ গার্লস গাইডের দীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত বাগমারায় কৃষকদল নেতা লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারায় আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বাগমারায় আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
বাগমারায় আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বিডি নিউজ২৩ রাজশাহী- রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে একটি খাসপুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হন। হতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এদিকে বুধবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,রামরামা মসজিদ কমিটির সভাপতি ইয়াসিন আলী,মসজিদ কমিটির সদস্য রায়হান খাঁ, শহিদুল ইসলাম, বকুল সরদার, সবদুল খাঁ, মালা বেগম, শামীমা আক্তার চুমকি, নাসিমা আক্তার, চাম্পা বেগম সহ প্রমূখ।

 

আয়োজিত মানববন্ধনে বক্তব্যরা দোষীদের গ্রেফতার ও শাস্তির ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের বহিষ্কার দাবী জানান।

 

হামলার ঘটনায় ওই রাতেই বাগমারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মাসুদ (৩৫) ও জামাল (৩৩)।

 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুরটি মসজিদের নিয়ন্ত্রণে ছিল এবং পুকুর সংলগ্ন কিছু জমি মসজিদের মালিকানায় রয়েছে। আহত শহিদুল ইসলাম জানান, “এই পুকুরটি মসজিদের নামে দেওয়া ছিল। ৫ তারিখে সরকার পরিবর্তনের পরে ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, তার ভাই ও ভাতিজাসহ কয়েকজন দখলের চেষ্টা করে। পরে বিষয়টি এসিল্যান্ডের মাধ্যমে সমাধানের কথা থাকলেও তারা তা মানে না এবং পুনরায় দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা আক্রমণ করে। দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা ও পিটিয়ে জখম করে।”

 

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, শহিদুল ইসলাম, রায়হান খাঁ ও আশরাফ। প্রথমে তাদেরকে নিকটস্থ বাগমারা মেডিকেলে ভর্তি হয়। অবস্থার গুরুতর হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

মসজিদ কমিটির পক্ষে রায়হান (৩২) বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিরা হল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, শওকত হোসেন অনিক (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ খোকনের স্ত্রী সালমা বেগম।

 

অভিযুক্ত জহুরুল ইসলাম খোকনকে মোবাইলে কয়েকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সংবাদদাতাকে বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির থেকে ৩–৪ কিলোমিটার দূরে; এ বিষয়ে আমি কিছু জানি না।

 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাগমারায় আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বাগমারায় আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.