বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ন কবির’কে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে পুঠিয়া সাংবাদিক সমাজ এর কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।
এর আগে কার্যালয়ের সামনে একাধিক ছাত্রদল নেতা বলেন, বানেশ্বর বাজার সমিতির আহবায়ক ও হাট ইজারাদারের সামনে আমাদের নেতা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবিরকে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় তিব্র নিন্দা জানিয়ে ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান। তারা প্রশাসনসহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের শীর্ষ নেতাদের কাছে বিচারের আবেদন জানান।
পরে এক লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা হুমায়ুন কবির বলেন, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বানেশ্বর মাংস হাটায় জবাইকৃত গরুর পেটে বাচ্চা বের হয়েছে এই বিষয়ে জানতে পেরে বানেশ্বর বনিক সমিতির সামনে আমি যায়। এ সময় পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার স্থানীয়দের মাঝে বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষে সাংবাদিকরা আমাকে কিছু বলার জন্য বললে আমি বলি আজকের এই অনাকাঙ্খিত বিষয় নিয়ে যা আলোচনা হচ্ছে এটার জন্য ইজারাদার ও বণিক সমিতির নেতাদের অবহেলা রয়েছে। তার কারণ হলো গত মাসের ২৫ তারিখে একই ভাবে মাংস হাটাই ভাইরাস সংক্রমিত অসুস্থ গরু জবাই করার সময় ধরা পড়ে এক কসাই, এজন্য তাকে উপজেলা প্রশাসন ৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। যদি কঠোরভাবে প্রসাশন ও হাট-বাজার কমিটি পদক্ষেপ নিতেন তাহলে আজকে এমন কাজ করার আর সাহস পেত না। বাজার ইজারাদার ও বণিক সমিতির সম্মিলিত নেতৃত্ব না থাকার কারনে এই বাজারে অনেক ঘটনায় ঘটছে। কর্তৃপক্ষের নকল সিল মেরে তারা গরু জবাই করে এবং মাংস বিক্রি করেন। যার কোন প্রতিকার নেই। মাংস হাটার এই ১৫ বছরের সিন্ডিকেট আজও ভাঙতে পারেনি এটা সকলের ব্যর্থতা বলে আমি মনে করি। এছাড়াও প্রশাসনের তেমন কোন জোরালো ভুমিকা না থাকায় বানেশ্বর বাজারে গ্রুপিং করে আওয়ামীলীগদের লোকজন নিয়ে নিজেদের দল ভারী করে বেশি দামে হাট নিয়ে আসছেন। এর কারনে উক্ত হাটে খাজনা বেশি নেওয়ারও অভিযোগ আছে। ছাগল ও গরু হাটা থেকে বেশি খাজনা নেওয়ারও অভিযোগ অসংখ্য রয়েছে। এই কথা বলতেই আমাকে বক্তব্যে বাঁধা ও অকঁথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ধাক্কা দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করেন হাট কমিটির নেতারা। তিনি আরও বলেন, বানেশ্বর হাটে মাংস বিক্রেতা কসাই রিয়াজুল দীর্ঘদিন থেকে রোগাক্রান্ত অসুস্থ ও গর্ভবতী গরু জবাই করে বিক্রি করে আসছেন। তার এই অনৈতিক কর্মকাণ্ডের সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলন এ উপস্থিত ছিলেন- বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলেন সভাপতি সিজান আব্দুল্লাহ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আলী, শিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক আশিক মাহমুদ, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি হোসেন, দপ্তর সম্পাদক সামি, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বেলপুকুর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ।

পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্চিতের ঘটনায় শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন