পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহব্যাপী মশক নিধন ও বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত।
এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাসেম ফজলুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা, উদ্যোক্তা সোহেল রানাসহ পৌর কর্মকর্তা-কর্ঢচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিদিন পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশা নিধনে নালা-নর্দমা, ড্রেন ও আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হবে।
পরে পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাস সুমিত পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, জমে থাকা পানি সরিয়ে ফেলুন এবং পৌরসভার এই কার্যক্রমে সহযোগিতা করুন। মনে রাখবেন, মশামুক্ত শহর গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব। পৌরসভার এই উদ্যোগকে সফল করতে সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। এছাড়াও তিনি স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

পুঠিয়া পৌরসভার মশক নিধন কর্মসূচি শুরু