বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার (২৭ অক্টোবর) রাতে পুঠিয়া থানায় মামলা করেছেন।
মামলায় আসামি করা হয়েছে আজিজুল মোল্লা নামের এক ব্যক্তিকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর পিতা-মাতা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। তরুণী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় গ্রামে দাদির সঙ্গে থাকতেন।
২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দাদি বাজারে গেলে আজিজুল মোল্লা বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। পরে কাউকে না বলার জন্যও হুমকি দেন। ঘটনা টি ঘটেছে ভালুকগাছি ইউনিয়নে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে আজিজুল ওই তরুণীকে ধর্ষণ করেছেন।
ঘটনার প্রায় এক মাস পর ২৬ অক্টোবর ভুক্তভোগীর দাদি বিষয়টি ফোনে মেয়ের বাবা–মাকে জানান। এরপর তারা গাজীপুর থেকে পুঠিয়ায় এসে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি গোপনে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগীর পরিবার আপস না করে আইনের আশ্রয় নেয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি৷

পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ