মিজানুর রহমান, রাজশাহী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাগমারা উপজেলার আহ্বায়ক কমিটি আগামী তিন(০৩) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আজ রাজশাহী জেলার সভাপতি মাহাফুজ আলম মাসুম এবং সাধারণ সম্পাদক তারেক হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাগমারার বাইগাছা অঞ্চলের ছাত্রনেতা, জুলাই গণঅভ্যুত্থানে বাগমারায় নেতৃত্ব দেওয়া মোঃ আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন একই অঞ্চলের ছাত্রনেতা মেধাবী শিক্ষার্থী মোঃ আরাফাত ইসলাম। উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন মোঃ মিলন, যুগ্ম-আহ্বায়ক মোঃ রাসেল প্রামাণিক, মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে আছেন মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব মোঃ মেহেদী হাসান হৃদয়, মোঃ ইয়াহিয়া, মোঃ প্রিন্স জাহিদুল, মোঃ শোয়াইব হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ সেলিম, মোঃ বেলাল হোসেন, মোঃ জিয়ায়ুর রহমান, মোঃ ওহাব আলী, মোঃ আল-আমিন পারভেজ, কার্যকরী সদস্য হিসেবে আছেন ৫জন মোঃএমএস সাবিত, মোঃ মহসিন আলী, মোঃ রবিউল ইসলাম, মোঃ শাকিল আহমেদ, মোঃ নাঈম ইসলাম।
নবনির্বাচিত আহব্বায়ক নোমান এবং সদস্য সচিব আরাফাত বলেন, বাগমারার গণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো আমরা, শিক্ষার্থীদের যেকোনো কল্যাণকর কাজে সবসময় সচেষ্ট থাকবো আমরা। জুলাই গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে, রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে রাজপথে নামতে সর্বদা প্রস্তত থাকবো আমরা।

নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ