বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর বাগমারা’য় তাহেরপুর পৌরসভার জামগ্রাম হাইস্কুল মাঠে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব উদ্যাগ ও তাহেরপুর রয়েল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সার্বিক ব্যবস্থাপনায় সারাদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ ঘটিকা হতে ৮ টি দলে এক ওপরের সাথে খেলার মধ্যেমে, বিকালে ফাইনাল উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নইম শামসুর রহমান মিন্টু
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ব্যবস্থাপনা পরিচালক রয়েল আল্ট্রাসাউন্ড এন্ড হাসপাতাল, আব্দুল মালেক সরকার,
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর কৃষকদলের সদস্য সচিব আজিম আল-আমিন, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন মাহমুদ, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম,সহ দলীয় নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। খেলার শুরু থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাঠের চারিপাশ কানাই কানাই পরিপূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।

বাগমারায় জামগ্রাম সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট