বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর পুঠিয়ায় “টাইফয়েড জ্বর প্রতিরোধ টিকা নেবো দল বেঁধে” এই স্লোগান নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ৯ টার সময় উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত ক্যাম্পেইন এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা টাইফয়েড টিকা নিতে পারবেন।
এ সময় টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার, শিবু দাস। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সূচনা মনোহরা। পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোখলেছুর রহমান। বিএনপি নেতা আনছার আলী। ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের আরো অনেক কর্মকর্তা ও কর্মচারী এসময় উক্ত ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একই সাথে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সূচনা মনোহরা বলেন, টাইফয়েড টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকে এ বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছেন। আমি বলছি আপনারা নির্ভয়ে এই টিকা গ্রহণ করতে পারেন। তবে টিকা নেয়ার পর একটু জ্বর অথবা পিতা গ্রহণের স্থানে ফুলে যেতে পারে এতে করে ভয়ের কিছু নেই।
এ সময় পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার, শিবু দাস বলেন, টাইফয়েড মূলত ও নিরাপদ পানির মাধ্যমে ছড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চারা স্কুলে আসার সময় রাস্তার ধারে খোলা জায়গায় বিভিন্ন স্থান থেকে পানি পান করে থাকে সেখান থেকেও এই টাইফয়েড এর সংক্রমণ ঘটতে পারে। তাই নিরাপদ পানি ব্যবহার করতে পারলে টাইফয়েডের ঝুঁকি থাকে না। টাইফয়েডের টিকা সহজেই নেয়া যায়। এর কোন বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন