• সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন তাহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন পুঠিয়ায় সাইকেল নিয়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু ঐক্যের প্রতীক বরেন্দ্র প্রেসক্লাব: নব-নির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনায় ইউএনও বাগমারার কামাল হোসেনের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ পুঠিয়ায় ভ্যানচালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পুঠিয়ায় পরকীয়ার জেরে খুন হয় সোহেল, আসামী স্বামী-স্ত্রী গ্রেফতার বাগমারায় সরদার আমজাদের আদর্শে রাজনীতি করতে চান পুত্র শুভ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: রাজশাহীতে সারজিস আলম পুঠিয়ায় সোহেল হত্যার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগমারায় সরদার আমজাদের আদর্শে রাজনীতি করতে চান পুত্র শুভ

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
বাগমারায় সরদার আমজাদের আদর্শে রাজনীতি করতে চান পুত্র শুভ
বাগমারায় সরদার আমজাদের আদর্শে রাজনীতি করতে চান পুত্র শুভ

বিডি নিউজ২৩, রাজশাহী- বাগমারার জননেতা, সাবেক সংসদ সদস্য সরদার আমজাদ হোসেনের উত্তরসূরি সরদার সানিয়াত হোসেন শুভ বলেছেন, “আমি এমন এক পরিবারের সন্তান, যেখানে রাজনীতি মানে ছিল মানুষের সেবা, সততা আর অঙ্গীকারের প্রতিশ্রুতি।

 

তিনি বলেন, তাঁর পিতা সরদার আমজাদ হোসেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্ধশতাব্দী ধরে বাগমারার মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। “তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে, তাদের মুখে হাসি ফোটানোর বিশ্বাসে। তাঁর কাছ থেকেই আমি শিখেছি, রাজনীতি মানে ক্ষমতা নয়, এটি দায়িত্ব,” যোগ করেন শুভ।

 

সরদার সানিয়াত হোসেন শুভ বর্তমানে ঢাকার গুলশান এলাকায় বিএনপির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। তরুণ প্রজন্মকে সংগঠিত করে তিনি রাজনীতিতে নতুন ধারা আনতে চান। তাঁর ভাষায়, “রাজনীতি মানে শুধু পদ নয় এটি পরিবর্তনের প্ল্যাটফর্ম, এটি সেবার অঙ্গীকার।

 

বিএনপির আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর জাতিকে আত্মনির্ভরতার পথে দাঁড় করিয়েছিলেন। সেই আদর্শ আজও ধারণ করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ১৭ বছর ধরে আপসহীনভাবে গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। আর জননেতা তারেক রহমান সেই আদর্শকে নতুন প্রজন্মের ভাষায় অনুবাদ করেছেন তাঁর ৩১ দফা ‘নতুন বাংলাদেশ রূপরেখা’র মাধ্যমে।

 

তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মাঠে আছে, এবং আমি শিগগিরই জনগণের মাঝে ফিরব।’ এই বার্তা আমাদের মতো তরুণ রাজনীতিবিদদের নতুন সাহস দেয়।

 

নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে শুভ বলেন, “আমি চাই বাগমারা হোক নতুন বাংলাদেশের প্রথম উদাহরণ — যেখানে কৃষক পাবে ন্যায্য মূল্য, নারী নিরাপদে নেতৃত্ব দেবে, প্রতিটি ঘরে পৌঁছাবে শিক্ষার আলো। উন্নয়ন হবে মানুষকেন্দ্রিক।

 

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, “জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ন্যায়, জবাবদিহিতা ও আত্মসম্মানের পথে ফিরে আসবে।

 

শেষে তিনি বলেন, “বাগমারার রাজনীতি ব্যক্তির নয়, জনগণের। আমি প্রস্তুত সেই যাত্রায় থাকতে সততা, সাহস ও অঙ্গীকার নিয়ে।

বাগমারায় সরদার আমজাদের আদর্শে রাজনীতি করতে চান পুত্র শুভ

বাগমারায় সরদার আমজাদের আদর্শে রাজনীতি করতে চান পুত্র শুভ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.