বিডি নিউজ২৩, রাজশাহী- উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর সকল স্থানে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শারদীয় উৎসব দুগাপূজায় রাজশাহীর, বাগমারার তাহেরপুরে বিভিন্ন স্থানে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুর্গোৎসবকে আরো প্রাণবন্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আ ন.ম শামসুর রহমান মিন্টু।
শারদীয় উৎসব হিসাবে রাজশাহী জেলা বিএনপি, সভাপতি ও সাবেক মেয়র তাহেরপুর পৌরসভা, আ. ন.ম সামসুর রহমান মিন্টু পূজামণ্ডপ পরিদর্শন করেন। এছাড়াও নিজ তহবিল হতে নগদ টাকা তুলে দেন মন্দিরে দায়িত্বশীলদের মাঝে।
বুধবার (১ অক্টোবর) রাত ৮ টার দিকে দলীয় নেতাকর্মী নিয়ে তাহেরপুরের মন্দির গুলো পরিদর্শন করেন, সেই সাথে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
মন্ডপ পরিদর্শন কালে সেসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর কৃষকদলের আহবায়ক আলাল হোসেন,তাহেরপুর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ফরাসি, তাহেরপুর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, মোঃ আশরাফুল ইসলাম, তাহেরপুর পৌর ছাত্রদলের তাহেরপুর পৌর যুবদল নেতা নাসিম রেজা সুজন, তাহেরপুর পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল সরদার, যুবনেতা আব্দুল হালিম, তাহেরপুর কলেজের সাবেক আহবায়ক আবু বাসার, তাহেরপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক,ওহাব সরদার, তাহেরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব শুভ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তাহেরপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করেন সাবেক মেয়র মিন্টু