বিডি নিউজ২৩- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল আলোচিত অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক পত্রিকা ‘অগ্রযাত্রা প্রতিদিন’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এ সংক্রান্ত সুখবর জানান।
সম্পাদক বলেন, “এ এক অভাবনীয় ও ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য। ইনশাআল্লাহ, দেশের কল্যাণে পত্রিকাটি নির্ভীক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সকলের দোয়া চাই যেন আমরা দেশ ও জাতীর সেবায় প্রকৃত ভূমিকা রাখতে পারি।”
‘অগ্রযাত্রা প্রতিদিন’ অনুসন্ধানমূলক সাংবাদিকতা ও সৎ প্রতিবেদনের মাধ্যমে দেশের গণমানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে পত্রিকা প্রশাসন।

অনুমোদন পেলো অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন