বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫৪টি পুজা মন্ডুপে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে তারেক রহমানের পক্ষে এসব অনুদান তুলে দেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।
এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, পুঠিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের সভাপতি অলক কুমার ঘোষ সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে তারেক রহমানের পক্ষ থেকে পুজা মন্ডপে নগদ অর্থ প্রদান