বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার রেজাউল করিম, ভাইস প্রেসিডেন্ট, জিয়া পরিষদ (ইউকে), লন্ডন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী।
সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিউপাড়া ইউনিয়ন বিএনপি।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল কাদের মিয়া, জিউপাড়া ইউনিয়ন বিএনপি। মোখলেসুর রহমান সাবেক ইউপি সদস্য, ও সাবেক সভাপতি ৫ নং ওয়ার্ড, জিউপাড়া ইউনিয়ন বিএনপি। শামীম হোসেন সাবেক ইউপি সদস্য ও সভাপতি ১ নং ওয়ার্ড, জিউপাড়া ইউনিয়ন বিএনপি। ওয়াহেদ আলী, সহ-সভাপতি ৫ নং ওয়ার্ড, জিউপাড়া ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আরজ আলী, সভাপতি ৫ নং ওয়ার্ড, জিউপাড়া ইউনিয়ন বিএনপি। হান্নান আলী, সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড, জিউপাড়া ইউনিয়ন বিএনপি। আয়েন উদ্দিন সাংগঠনিক সম্পাদক ৫ নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি। শিহাব আলী, যুবদল নেতা। আলিফ হোসেন (দ্বীপ), সাবেক যুগ্ন আহবায়ক পুঠিয়া পৌর যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পুঠিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত