বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা’য় আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি প্রতিপাদকের সামনে রেখে আজ সোমবার বেলা ১১ টায় ভবানীগঞ্জ সরকারি কলেজে চত্তরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বাগমারা পিস এম্বাসেডর গ্রুপ(পিএফজি) ।
ভবানীগঞ্জ কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজান আলী সরদার।
বাগমারা পিএফজির পিস সমন্ময়কারী মাহফুজুর রহমান প্রিন্সের পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, আফজাল হোসেন, সাইফুল ইসলাম বাবু, দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী বিভাগীয় সমন্ময়কারী শফিকুল ইসলাম সহ শিক্ষার্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।