বাগমারা প্রতিনিধি-আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারায় সনাতন সম্প্রদায়ের পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।
সোমবার বিকেলে গোডাউন মোড়ে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল বারী। তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি হিন্দু-মুসলিম সম্প্রীতি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু না আমরা সবাই বাংলাদেশী। প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করুক এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার নিয়েই বেঁচে থাকবে। কোন ভেদাভেদ থাকবে না। বাগমারা প্রতিটি ধর্মের মানুষ সুষ্ঠুভাবে তাদের অনুষ্ঠান পালন করবে। সেই সাথে নির্ভয়ে তারা বসবাস করবে এটিই জামায়াতে ইসলামী চাই। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা করছি। দ্বন্দ্ব সংঘাত ও নির্যাতনের রাজনীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী পছন্দ করে না। সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ,সহ সভাপতি জয়ন্ত কুমার, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামাণিক, হিন্দু -বৌদ্ধ- খ্রিষ্টান- ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সরকার, সাবেক সভাপতি সুনীল কুমার কুন্ডু, শীতল কুমার, নিমাই চন্দ্র প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৮২টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের কর্মবৃন্দ উপস্থিত ছিলেন।