বাগমারা প্রতিনিধি- রাজশাহীর বাগমারার রাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক নান্দনিক ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ মাঠে ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকা এই ফুটবল খেলার আয়োজন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে তা হলো রাঁয়াপুর সততা ক্লাব-(বাগমারা) বনাম থাঐপাড়া ফুটবল একাদশ- (আত্রাই)।
এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান আতিকুল ইসলাম, ইন্সট্রাক্টর (ই.আই.এম ইনচার্জ) সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র , রাজশাহী।
তিনি বলেন, “খেলা ধুলো করলে যুব সমাজ কখনো নেশাগ্রস্ত হবে না, তাই ধারাবাহিক ভাবে আমরা খেলা চালিয়ে যাব যেন আগমী প্রজন্ম সুস্থ বিনোদন এর মধ্যে বেড়ে উঠতে পারে”।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জুলফিকার আলী অধ্যক্ষ, বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজ , সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান খান, সহ-সভাপতি ১৫নং যোগীপাড়া ইউনিয়ন বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিক বিন খালিদ, ইনচার্জ যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, বাগমারা।
বিশেষ অতিথিদের মধ্য আরও উপস্থিত ছিলেন, মোঃ তৌহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান, ১৫নং যোগীপাড়া ইউপি,মোঃ শাহানুল ইসলাম (মাস্টার), সদস্য, উপজেলা বিএনপি আহবায়ক কমিটি,মোঃ খোরশেদ আলম রনি, সভাপতি, ১৫নং যোগীপাড়া ইউনয়ন বিএনপি,মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক ১৫নং যোগীপাড়া ইউনিয়ন বিএনপি,মোঃ সাহাবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, ,মোঃ তুহিন খান, দপ্তর সম্পাদক ১৫নং যোগীপাড়া ইউনিয়ন বিএনপি।
এই ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রকিবুল ইসলাম (সিদ্দিক), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাগমারা উপজেলা যুবদল। উক্ত টুর্নামেন্টেটি পরিচালনা কমিটির সভাপতি ও পরিচালনা করেন মোঃ আজিজার রহমান,সহ-সভাপতি ১৫নং যোগীপাড়া ইউনিয়ন বিএনপি।
আয়োজক বীরকুৎসা রাজ স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে বলা হয় আমরা এই ফুটবল টুর্নামেন্ট প্রতিবছর ই করে থাকি এবারও করছি আগামীতেও ধারাবাহিকতা বজায় রাখা হবে ইনশাআল্লাহ।

বীরকুৎসা রাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন