বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে গলায় লুঙ্গি পেঁচিয়ে হত্যা করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের যেকোনো সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সোহেল রানা (২৪)। তার বাড়ি উপজেলার বানেশ্বর এলাকার জরমডাঙ্গা গ্রামে। তার পিতার নাম লিলতাব হোসেন।
পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা পূর্ব পাড়া গ্রামের মোঃ আব্দুস সালামের নির্জন কলা বাগানে স্থানীয়রা সোহেলের লাশ দেখতে পেলে, চিল্লাচিল্লি শুরু করে। পরে বুধবার সকাল নয়টার দিকে পুঠিয়া থানায় খবর দেওয়া হলে, সেখান হতে পুঠিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। ওই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আরো জানা যায় সোহেল বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতেন। গতকাল সে সিএনজি চালিয়ে বাড়ি আসেন। তারপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
এ বিষয়ে নিহতের পিতা লিলতাব হোসেন জানান, প্রতিদিন সে ভ্যান বা সিএনজি চালিয়ে সন্ধ্যার আগেই বাসায় আসে। কালকে বাসায় এসে রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে আসলে তার সাথে আমার নয়টার দিকে ফোনে কথা হয়। এরপর রাত সাড়ে নয়টার দিকে সোহেলের নাম্বার বন্ধ পায় তার পিতা। কে বা কেন তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি নিহতের পিতা লিলতাব হোসেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সকালে ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে লাশটি আমরা উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শেষে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে এ বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে।
রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার