বাগমারা প্রতিনিধ- রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গনসংযোগ করেছেন রাজশাহী- ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারায় সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে উপজেলা জামায়াত। এরই ধারাবাহিকতায় সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গনিপুর ইউনিয়নের কাজিহাটা,কোলা বাজার ,খালিমপুর, দক্ষিণ জামালপুর, নামাজগ্রাম, কুমানিতলা সহ বিভিন্ন জায়গায় গনসংযোগ করেন ডাঃ আব্দুল বারী।
সোমবার বিকেলে প্রায় তিনশ’ মোটরসাইকেলের রোডশোর মাধ্যমে গনিপুরে পৌঁছান তিনি এবং কাজিহাটা মোড় থেকে গনসংযোগ শুরু করেন। এসময় শত শত কর্মী ও সমর্থক তার সঙ্গে যোগ দেন।
ডাঃ আব্দুল বারী সাধারণ ভোটার, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এসময় নিজের জন্য দোয়া ও সমর্থন চান তিনি এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোর্তজা, উপজেলা যুব বিভাগের সভাপতি তোফাজ্জল হোসেন, সেক্রেটারি গোলাম রাব্বানী সান্টু, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, গনিপুর ইউনিয়নের আমীর মাহবুবুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াহাব, সেক্রেটারি মহসিন আলী, বাসুপাড়া ইউনিয়নের আমীর মাওলানা মাইনুল ইসলাম, সেক্রেটারি সহঃ অধ্যাপক আতাউর রহমান, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, ভবানীগঞ্জ পৌর ছাত্রশিবির সভাপতি সাব্বির আহমেদ,গনিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি তৈমুর রহমান , সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ, আঃ রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

বাগমারার গনিপুরে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর গনসংযোগ