বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর বাগমারা থেকে অবৈধভাবে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে ৯০% অ্যালকোহল যুক্ত ৫৫২০বোতল প্রাণঘাতী অ্যালকোহলসহ একাধিক মাদক মামলার আসামি ডিলার আস্তানুর’কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত বৃহস্পতিবার ( ০৪ সেপ্টেম্বর) রাত্রী -০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি মোঃ আস্তানুর রহমান (৫৯) কে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ স্কুল পাড়া এলাকার মৃতঃ এরশাদ আলীর ছেলে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে ০১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে।
পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে।
অত:পর অদ্য তারিখ অভিযান পরিচালনা করে মাদকের ০১ জন পেশাদার বড় ব্যবসায়ী/ডিলার‘কে আটক করে।
হোমিও ঔষধের দোকান ও গোডাউনের ভিতর অন্যান্য ঔষুধ বাক্সের মাঝে লুকায়িত ৪৬০ টি কার্টুন তল্লাশী করে সর্বমোট ৫৫২০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।
এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত।
এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি
রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।
ধৃত আসামি দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।
উল্লেখ্য যে, ধৃত আসামির ড্রাগ বিক্রয়ের লাইসেন্সও গত প্রায় আড়াই বছর পূর্বে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।
তারপর থেকে সে সুকৌশলে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে আসছিলো।
এছাড়াও ধৃত আসামির নামে এর আগেও মাদক ও অন্যান্য আইনে মোট ০৫ টি মামলা রয়েছে।
বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি পরিলক্ষিত হয়।
উক্ত ঘটনায় আসামের বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী জেলার বাগমারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সুত্র- বাংলাদেশ প্রতিদিন।

বাগমারায় হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহল বিক্রি আটক-১