বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির সব পক্ষ এক হয়ে, বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিক পালন করেছেন পুঠিয়া উপজেলা বিএনপির নেতা কর্মীরা।
বুধবার (৩ অক্টোবর) বিকেল ৪ টায় পুঠিয়া উপজেলা চত্বরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সকল নেতা কর্মীরা এক সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। জেলা শ্রমিক দলের সভাপতি, রোকনুজ্জামান আলম। পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুজ্জামান আসাদ, ও আল মামুন খান। বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা, ইসফা খাইরুল হক শিমুল। ছাত্রদলের পৌর আহ্বায়ক সানোয়ার হোসেন জনি। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মেহেদী হাসান জুয়েল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতা কর্মীরা। আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কর্মীরা।
উক্ত অনুষ্ঠানে সকল নেতাদের বক্তব্যে একটি বার্তা সামনে আসে বিএনপি দলের মধ্যে কোন বিভেদ নেই। দল যাকে মনোনয়ন দিবে সবাই তার জন্য ভোটের মাঠে কাজ করবো। এছাড়াও পুঠিয়া উপজেলার সকল এমপি মনোনয়ন প্রত্যাশীরা এক কাতারে দাঁড়িয়ে আনন্দ ও উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে।

পুঠিয়ায় বিএনপির সব পক্ষ এক হয়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত