• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

বাগমারা প্রতিনিধি
সংবাদ প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

বাগমারা প্রতিনিধি- রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের আলু হাটায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এরপর দলীয় নেতাকর্মীদের আগমনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বাজারের আলুহাটায় এসে মিলিত হয়।

 

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

 

অধ্যাপক কামাল হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, অথচ কেউ কেউ এসব কিছুকে তোয়াক্কা না করে ইচ্ছে মতো কর্মসূচি পালন করেন। তাহলে আপনারাই বলেন কে দলের জন্য ক্ষতি করছে। আগামী নির্বাচনে দল অবশ্যই স্বচ্ছ ও জনপ্রিয় ব্যাক্তিকেই মনোনীত করবেন ইনশাআল্লাহ। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার ও পরামর্শ দেন।

 

সাবেক যুবদল নেতা আতিকুর রহমান জর্জ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আলাউদ্দিন প্রাং, উপজেলা বিএনপির সদস্য শাহিন রেজা, অধ্যাপক এনামুল হক, মাষ্টার সাহানুল ইসলাম, রফিকুল ইসলাম, ছমির উদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, মহিলা দলের নেত্রী প্রভাষক রিনা ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু, বিএনপি নেতা সালাম পারভেজ, রনি ইসলাম, জাকিরুল ইসলাম জাকির, রাশেদুল হক ফিরোজ, জহুরুল হক খোকন, বকুল সরদার প্রমুখ।

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.