বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর পুঠিয়া উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামে একটি রকেট লঞ্চারের মোটর শেল বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছেন রাজশাহীর বোমা নিষ্ক্রিয়কারী দল।

রকেট লাঞ্চার শেল
শনিবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার ধোপাপাড়া গ্রামের হাফিজ মাস্টারের আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করন ইউনিটের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল ওই বোমা নিষ্ক্রিয় কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআই আব্দুল মান্নান জানান, “৫৩ বছর আগে ব্যবহৃত এই রকেট লঞ্চারের মোটর শেলটি দীর্ঘদিন ধরে পুঠিয়া থানায় সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশক্রমে এটি শনিবার নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।”
এ সময় স্থানীয়রা আতঙ্কিত না হয়ে বরং স্বস্তি প্রকাশ করেন। তাঁরা জানান, দীর্ঘদিনের ঝুঁকি আজ অবসান হলো। নিরাপদে নিষ্ক্রিয়করণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী।

রাজশাহীর পুঠিয়ায় রকেট লঞ্চারের মোটরশেল বোমা নিষ্ক্রিয়করণ