• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায়, পরিচালনায় পুঠিয়ার ইলিয়াস

বিডি নিউজ২৩, বিনোদন ডেস্ক-
সংবাদ প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায়, পরিচালনায় পুঠিয়ার ইলিয়াস
চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায়, পরিচালনায় পুঠিয়ার ইলিয়াস

বিডি নিউজ২৩, বিনোদন ডেস্ক- দেশীয় চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ়ভাবে গড়ে তুলেছেন জনপ্রিয় নায়ক সংগ্রাম খান। “অন্তরে প্রেমের জ্বালা” ও “এক পায়ে নুপুর” সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যে দর্শকদের হৃদয় জয় করেছেন। এছাড়া “কি মায়া লাগাইয়া গেলো গো” গানে তার প্রাণবন্ত উপস্থিতিও দর্শকপ্রিয়তা পেয়েছে।

 

এই ধারাবাহিক সাফল্যের পথ ধরে সংগ্রাম খান এবার চুক্তিবদ্ধ হয়েছেন ইলমাছ মুভিজ প্রযোজিত ও ইলিয়াস হুসাইন পরিচালিত প্রথম চলচ্চিত্র “লস্কর”-এ।

 

ইলমাছ মুভিজ-এর কর্ণধার পরিচালক ইলিয়াস হুসাইন বলেন, “লস্কর একটি কাল্পনিক ইতিহাস ও বাস্তবতার মিশ্রণে নির্মিত সমাজ সচেতন এবং বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। এতে থাকবে থ্রিল, আবেগ এবং অ্যাকশন—সব মিলিয়ে এক সম্পূর্ণ বিনোদনমূলক প্যাকেজ।”

 

তিনি আরও বলেন, “এই চলচ্চিত্রটি নির্মাণে আমাকে পাশে থেকে সহযোগিতা করছেন প্রতিভাবান ও মেধাবী ব্যক্তিত্ব আশাদুজ্জামান জনি এবং আমার বন্ধু হাসমত হাসু ভাই। সংগ্রাম খানের বিরুদ্ধে মুখোমুখি অভিনয়ে তারাও সাড়া জাগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

 

চলচ্চিত্রটির শুটিং হবে দেশের বিভিন্ন মনোরম লোকেশনে। ইতোমধ্যে ছবির মহরত সম্পন্ন হয়েছে এবং প্রি-প্রোডাকশন চলছে জোরেশোরে।

 

তবে সবচেয়ে বড় চমক—চলচ্চিত্রটির নায়িকা কে হবেন, তা এখনও গোপন রাখা হয়েছে, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

 

নায়ক সংগ্রাম খান বলেন, “আমি বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ‘লস্কর’ এমন একটি গল্প, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। ইলিয়াস ভাই খুব ভিন্ন ধরনের একটি ভাবনা নিয়ে কাজ করছেন—এটা দর্শকদের মুগ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”

 

সবকিছু ঠিক থাকলে, “লস্কর” মুক্তি পাবে আগামী বছর, যা হতে যাচ্ছে ইলমাছ মুভিজ ও সংগ্রাম খানের ক্যারিয়ারের অন্যতম বড় পদক্ষেপ।

 

উল্লেখ্য যে, উক্ত সিনেমাটি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন লোকেশনে সুট করা হবে। এবং পুঠিয়া এলাকার বেশ কিছু নতুন মুখ সেখানে অভিনয় করতে দেখা যাবে।

চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায়, পরিচালনায় পুঠিয়ার ইলিয়াস

চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায়, পরিচালনায় পুঠিয়ার ইলিয়াস

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.